অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দুমড়ে-মুচড়ে যাওয়া টিনের ছাউনি যথাসময়ে মেরামত না করায় পাঠদান অসম্ভব হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান,১৯২৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোর দিক দিয়ে তেমন কোন উন্নয়ন হয়নি। বিদ্যালয়ে প্রায় তিনশ ছাত্রছাত্রী থাকলেও ছাদযুক্ত পাকা ভবন নেই। এর ফলে মাঝে ঝড়বৃষ্টিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানে অসুবিধা হয়।
বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো থাকলেও পাকা ভবন না থাকায় স্থানীয় অধিকাংশ ছাত্রছাত্রী দূরের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গাজী হাবিবুর রহমান বলেন,আমাদের প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষার্থীরা অন্যত্র চলে যাচ্ছে। তিনি বলেন, টিনের ছাউনী উড়ে গেছে। পাঠদানে ব্যাহত হচ্ছে। দ্রুত মেরামত দরকার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।