Top

হাজীগঞ্জে সম্মাননা পাওয়া সাত নারীর সাত কাহন!

১৬ মে, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
হাজীগঞ্জে সম্মাননা পাওয়া সাত নারীর সাত কাহন!
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জ ই-কমার্স এর আয়োজনে হাজীগঞ্জে সংগ্রামী সাত জন নারী ও একজন পুরুষ, দুইজন নারী উদ্দোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার সকাল থেকে একটানা সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ পশ্চিম বাজারের আনন্দ প্যালেসের হলরুমে হাজীগঞ্জ ই-কমার্সের আয়োজনে ই-কমার্স উদ্যোক্তাদের উৎসবে সংগ্রামী সাত জন নারীকে সম্মাননা প্রদান করেন। এছাড়াও একজন পুরুষ ও দুইজন নারী উদ্দোক্তাকেও প্রদান করা হয়েছে উদ্যোক্তা সম্মাননা।

শত ত্যাগ শিকার করে নিজের সর্বোচ্চটা দিয়ে সংগ্রামী নারী সম্মাননা পেয়েছেন, ইরা খান, শারমিন আক্তার জুই, রেশমা মামুন, ফারহানা মিতু, রোমানা রুমকি, তানজিনা তামান্না ও নন্দিতা দাস।

উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন, মেজবাহ আহমেদ, তানিয়া ইশতিয়াক খান ও বদরুন্নাহার।

কথা হয় সংগ্রামী নারী সম্মাননা পাওয়া ইরা খাঁনের সাথে। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ইশার পিঠাঘরের মাধ্যমে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে ১০টি নকশী পিঠা দিয়েই যাত্রা শুরু করেন তিনি। উদ্যোক্তা জীবনে হাড় ভাঙ্গা পরিশ্রমের সার্থক হলো সংগ্রামী নারী সম্মাননা পেয়ে। এই হাড় ভাঙ্গা পরিশ্রমের ফল পেয়ে যে আনন্দিত তা ভাষায়ও প্রকাশ করতে পারেননি তিনি। ১০টি নকশী পিঠা দিয়ে যাত্রা শুরু করা এই নারী উদ্দোক্তার এখন প্রতিমাসে সেল হয় দুই থেকে তিন লক্ষ টাকা। তবে তিনিই শুধু নারী উদ্যোক্তা নয় তার হাতে তৈরি করা আছে আরো অজস্র নারী উদ্দোক্তা। লক্ষ্য তার একা সফল হওয়া নয় সফল করতে চায় হাজারো অসহায় নারীকেও।

কথা হয় আরেক সংগ্রামী নারী সম্মাননা পাওয়া রেশমা মামুনের সাথে। ২০১৬ সাল থেকে মাত্র তিন হাজার পাঁচ’শ টাকা মুলধন নিয়ে যাত্রা শুরু করেন তিনি।

বাংলাদেশেতো বটেই অনলাইনে বাহিরের ১০টি দেশেও পোষাক সামগ্রী সেল করেছেন। বর্তমানে তার মুলধন ১৫ লক্ষ টাকারও বেশি।

সংগ্রামী নারী সম্মাননা পাওয়া এমন আরো পাঁচ নারীও করেছে শত ত্যাগ শিকার। অর্জন করেছেন হাজীগঞ্জের সংগ্রামী নারী সম্মাননা। তবে এই সম্মাননা পাওয়ার সম্পুর্ণ অবদান দিয়েছে পরিবারের। পরিবারের সদস্যদের সহযোগিতা না পেলে অর্জন করতে পারতো না এই সম্মাননা। এই সম্মাননা পেয়ে খুশি সংগ্রামী এই সাত নারী।

 

শেয়ার