দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোখতার হোসেন এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা রাসেল স্কোয়ার চত্বরে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দুস্ককৃতকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধনে দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আলী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ওমর ফারুক মিয়াজি(দৈনিক কালের কন্ঠ), সাংবাদিক রাশেদুল ইসলাম লিপু (দৈনিক সমকাল), সাংবাদিক আব্দুল করিম সরকার(দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সাংবাদিক লিটন সরকার বাদল ( দি এশিয়ান এইজ), সাংবাদিক জহিরুল ইসলাম জিল্লু (মাইটিভি), সাংবাদিক আলমগীর হোসেন (দৈনিক কুমিল্লার কাগজ) ও সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার (দি বাংলাদেশ টুডে)।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুল হক চৌধুরী (দি ডেইলি অবজারভার), সাংবাদিক সালাউদ্দিন (দৈনিক বাংলাদেশের খবর)
,সাংবাদিক শরীফ প্রধান (দৈনিক বানিজ্য প্রতিদিন), সাংবাদিক আলী হোসেন বাবুল(দৈনিক যুগান্তর), সাংবাদিক শামীম রায়হান(দৈনিক জনকণ্ঠ), সাংবাদিক আবু কোরাইশ আপেল (বাংলা টিভি), সাংবাদিক আমির হোসেন( দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক সোহেল আহমেদ ( আনন্দ টিভি), সাংবাদিক মামুনুর রশীদ রুবেল (দৈনিক ভোরের ডাক)সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।।