Top
সর্বশেষ

কৃষকের কাছে সারের দাম বেশি নেয়ায় জরিমানা

১৭ মে, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
কৃষকের কাছে সারের দাম বেশি নেয়ায় জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি ও কৃষকদের রশিদ না দেয়ায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারের মেসার্স হোসেন ট্রেডার্সের একটি গোডাউনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাস।

জানা যায়, গত কয়েকদিন আগে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর গ্রামের বানু ঘোষের ছেলে কৃষক জাক্কার আলীর কাছ থেকে অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রি করে মেসার্স হোসেন ট্রেডার্স। এমনকি জাক্কার আলীকে কোন রশিদ প্রদান করেনি সারের গোডাউনের ম্যানেজার। এনিয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করেন কৃষক জাক্কার আলী। কৃষকের অভিযোগের প্রেক্ষিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একজন কৃষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় সারের গোডাউনের ম্যানেজার উসমান আলী কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়ার বিষয়টি স্বীকার করে। একজন কৃষক লিখিত অভিযোগ করলেও এখানে এসে অনেক কৃষকই একই অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং আগামীতে যাতে আর অতিরিক্ত দাম না নেয়া হয়, সেবিষয়ে সর্তক করা হয়েছে।

কৃষক জাক্কার আলী বলেন, আমি তিন বস্তা ডিএপি সার কিনেছিলাম। সরকার নির্ধারিত মূল্য বস্তা প্রতি ৮০০ টাকা হলেও আমার কাছে নেয়া হয়েছে ১০০০ টাকা করে। শুধু আমার কাছে নয়, আরও অনেক কৃষকের কাছে এমন অতিরিক্ত দাম নেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে আমার কাছে অতিরিক্ত মূল্য নেয়া তিন বস্তায় ৬০০ টাকা ফেরত দেয়া হয়েছে।

মেসার্স হোসেন ট্রেডার্সের মল্লিকপুর বিক্রয় কেন্দ্রে ডিএপি সার ছাড়াও ইউরিয়া, টিএসপি ও পটাশ সারে বস্তা প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বেশি নেয়া হয় বলে জানান স্থানীয় কৃষকরা। ভোক্তা সংরক্ষণ অধিকার আইন-২০০৯ এর ৪০ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদসহ স্থানীয় কৃষ

শেয়ার