Top
সর্বশেষ

অপূর্ব-সাবিলার পৃষ্ঠা ওল্টালেই অন্য গল্প

১৪ জানুয়ারি, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
অপূর্ব-সাবিলার পৃষ্ঠা ওল্টালেই অন্য গল্প
বিনোদন ডেস্ক :

পৃষ্ঠা ওলটালেই অন্য গল্প- এমন শ্লোগান নিয়ে ‘কাভার পেজ’ নামে নতুন একটি নাটক নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নুর।

অভিনেতা-অভিনেত্রীদের ভাষ্য- এটি তাদের ভ্যালেন্টাইন চমক, মানে দর্শকদের জন্য তাদের ভালোবাসা দিবসের উপহার। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

সদ্য শুটিং শেষ হওয়া ‘কাভার পেজ’ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, সব মানুষকে বাইরে থেকো বোঝা যায় না। যেমন প্রচ্ছদ দেখে বোঝা যায় না বইটা কেমন। সেজন্য বইটা পুরোটা পড়তে হয়। তেমনভাবে কোনও মানুষকে বাইরে থেকে ভাসা ভাসা দেখে বিচার করা উচিত নয়।

ঠিক এই বিষয়টিকে ফোকাস করে নির্মিত হয়েছে ভালোবাসার নাটকটি।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রাশেদা আক্তার, সিয়াম নাসির প্রমুখ।

‘কাভার পেজ’-এ অপূর্বর চরিত্রের নাম উদয়। মহল্লার বখাটে যুবকের চরিত্রে দেখা যাবে তাকে। যদিও মানুষটা অন্যরকম। আর সাবিলাকে দেখা যাবে সরকারি এক কর্মকর্তার মেয়ে নীপার চরিত্রে। উচ্ছল ও সাহসী মেয়েটার সাথে উদয়ের ভুল বোঝাবুঝি চলতে থাকে নানা কারণে।

বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ চমক হিসেবে সিএমবির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।

শেয়ার