Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

১৪ জানুয়ারি, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পীরগাছা রেলস্টেশনের কাছে লাইনের উপর থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শারমিন বেগমের বাড়ি উপজেলার অনন্তরাম কসাইটারী গ্রামে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, লাইনের উপর ত্রিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শারমিনের স্বামী শাহাদুল ইসলাম জানান, শারমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের কাছে শুনে তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বুধবার রাতে ওই লাইন দিয়ে সবশেষ গেছে করতোয়া এক্সপ্রেস। রেলওয়ে স্টেশন মাস্টার ওয়াহেদ মণ্ডলের ধারণা সান্তাহারগামী ট্রেনেই শারমিন কাটা পড়েছেন।

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ জানান, শারমিন যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার