Top
সর্বশেষ

ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

১৪ জানুয়ারি, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পীরগাছা রেলস্টেশনের কাছে লাইনের উপর থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শারমিন বেগমের বাড়ি উপজেলার অনন্তরাম কসাইটারী গ্রামে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, লাইনের উপর ত্রিখণ্ডিত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শারমিনের স্বামী শাহাদুল ইসলাম জানান, শারমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়দের কাছে শুনে তিনি গিয়ে মরদেহ শনাক্ত করেন।

বুধবার রাতে ওই লাইন দিয়ে সবশেষ গেছে করতোয়া এক্সপ্রেস। রেলওয়ে স্টেশন মাস্টার ওয়াহেদ মণ্ডলের ধারণা সান্তাহারগামী ট্রেনেই শারমিন কাটা পড়েছেন।

রেলওয়ে পুলিশের গাইবান্ধা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ জানান, শারমিন যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার