Top

জলমহালের মালিকানা নিয়ে সংঘর্ষ, নিহত ১

১৪ জানুয়ারি, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
জলমহালের মালিকানা নিয়ে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জলমহালের মালিকানা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় মো. জইনুদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের ধামাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত মো. জইনুদ্দিন তেরহাল গ্রামের বাসিন্দা ছিলেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন জানান, উপজেলার তেরয়াল মৎস্যজীবী সমিতির সদস্য আবদুস সালাম ও তেরয়াল আদর্শ মৎস্যজীবী সমিতির শহীদ মোশাহিদ পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। জলমহালটি নিয়ে হাইকোর্টে মামলা থাকলেও তা দখলের চেষ্টা করে এ দুইপক্ষ।

জলমহাল দখলের চেষ্টায় গেলে দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জইনুদ্দিন গুরুতর আহত হন। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি বলেও জানান ওসি।

শেয়ার