Top
সর্বশেষ

বিদেশি মদ ও বিয়ারসহ রাজধানীতে ১৩ জন গ্রেফতার

১৪ জানুয়ারি, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
বিদেশি মদ ও বিয়ারসহ রাজধানীতে ১৩ জন গ্রেফতার

রাজধানীর গুলশান থেকে ১৬০ বোতল বিদেশি মদ এবং ১১৬ ক্যান বিয়ারসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই মাদক কারবারি বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশানে অভিযান চালায় র‌্যাব-৪। সেখান থেকে ১৬০ বোতল বিদেশি মদ, ১১৬ ক্যান বিয়ার, মাদক বিক্রির এক লাখ ৬২ হাজার ৬০ টাকাসহ ২২টি মোবাইল ফোন আটক করা হয়। একই সঙ্গে ১৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয় বলেও র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোস্তফা কামাল (৩৯), আনিসুল হক (৩৩), মুর্তুজা (৫৬), আল আমিন তালুকদার (৩৩), স্বপন মিয়া (১৮), মঈন শরিফ (২৫), জাহাঙ্গির আলম (৫০), আশরাফুল ইসলাম (২৮), জাহেদুল ইসলাম (২৮), সাজেদুল ইসলাম (২৫), তরিকুল ইসলাম (৩০), ওমর ফারুক (৩০) এবং কালাম (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব। তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল।

শেয়ার