বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে জাপান সরকার প্রদত্ত জেডিএস বৃত্তি প্রাপ্ত স্কলারসদের এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফকে সভাপতি ও অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাতকে মহাসচিবের দায়িত্ব প্রদান করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এক অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির সদস্যগন বার্ষিক সাধারণ সভায় মিলিত হন এবং আগামী দুই বছরের (২০২৫-২০২৬) জন্য নতুন এ কার্যকরী কমিটি গঠন করেন।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে জাপান থেকে আগত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ টেকসই উন্নয়ন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন উপস্থাপনা করেন। প্রায় শতাধিক জেডিএস ফেলো সেমিনারে অংশগ্রহণ করেন।
পরবর্তী অংশে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি, পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি, ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ ও যুগ্ম সচিব ড. নাজমুস সায়াদাত।
এসময় বক্তারা জাপান-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে জেডিএস ফেলোদের ‘গেম চেঞ্জার’ এর ভূমিকা পালন করার আহ্বান জানান। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য বৃদ্ধিতে জাপানে অর্জিত জ্ঞান ও শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগাতে জেডিএস স্কলারসদের অনুরোধ করেন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরে জেডিএস ফেলোদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। এসময় জাপান বাংলাদেশ সম্পর্ক নিয়ে আয়োজিত ‘স্লোগান লেখা’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিএইচ