Top
সর্বশেষ

কেশবপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১৭ মে, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ
কেশবপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন আলোচনা সভার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিকেলে দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালি ও পরে আলোচনা সভা করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সঞ্চালনায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন যুবলীগ নেতা অলোক চক্রবর্ত্তী, নাজমূল হুসাইন, মেহেদী হাসান শিমুল প্রমুখ। #

ছবি- ইমেইলে

অলিয়ার রহমান
মোবাইলঃ০১৭১২৪৫৮০৮৭
তারিখঃ ১৭ মে ২০২২ ইং।

শেয়ার