Top
সর্বশেষ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

১৪ জানুয়ারি, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে মহিলাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এক মহিলাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলম নগর গ্রামের মোঃ নাজমুল হোসেনের স্ত্রী মোছাঃ রাশিদা খাতুন (৩৭) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার উত্তর হরিরামপুর গ্রামের মৃত মুকবুল হেসেনের ছেলে মোঃ সাগর হোসেন কবির (২২)।

বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার আলম নগর গ্রামের বসত বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার আলম নগর গ্রামের বসত বাড়ি থেকে ৪ বোতল ফেন্সিডিল সহ মহিলা মাদক ব্যবসায়ী রাশিদা খাতুনকে গ্রেফতার করা হয়।

এদিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার রাত ২.৩০ টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯৩১৪) তল্লাশি চালিয়ে ১৯৬ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাগর হোসেন কবিরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

শেয়ার