Top
সর্বশেষ

সুনামগঞ্জে বন্যা, দুর্ভোগ পিছু ছাড়ছে না

১৮ মে, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
সুনামগঞ্জে বন্যা, দুর্ভোগ পিছু ছাড়ছে না
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে নদীর পানি কমতে শুরু করেছে। হাওরে পানি বাড়ছে। দুর্ভোগ পিছু ছাড়ছে না। ভেঙ্গে পড়ছে চার উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা। ভারী বর্ষণ এবং উজানের ঢলে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার লোকজন।

এ দুই উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন। দুইটি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারে আশ্রয় নিয়েছেন। জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার সদর, সুরমা, দোহালিয়া ও ছাতকের সদর ইসলামপুর, নোয়ারাই, সিংচাপইর, উত্তর খুরমা, জাউয়াবাজার কালারুকাসহ ১০ ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে প্রায় আট হাজার পরিবার। ছাতকে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতোমধ্যে উপজেলার ১৩টি ইউপি ১টি পৌর সভাসহ বুধবার পর্যন্ত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বন্যায় তলিয়ে গেছে এখানের বহু পাকা,রাস্তাঘাট, প্লাবিত হয়েছে হাজার ঘরবাড়ি, দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও শতাধিক মৎস্য খামার। গোবিন্দগঞ্জ-ছাতক সড়কের
বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ লক্ষাধিক মানুষ। গত ২৪ ঘণ্টায় এখানে ১৮০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জের সুরমা নদীর ষোলঘর পয়েন্টে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫৯সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢলে জেলার ২১৬টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে।

বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল ইসলাম বলেন, বৃষ্টিপাত না হলে পানি কমতে পারে। তবে বৃষ্টিপাত হলে পানি বাড়বে। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় উজানে মেঘালয়, আসাম ও হিমালয় প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, সুরমা, কুশিয়ারা এবং উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন
জানান, ছাতক, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার পানিবন্দি মানুষের জন্য ১৫ মেট্রিক টন চাল, দুই লাখ ৫০ হাজার টাকা ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার