Top
সর্বশেষ

চট্টগ্রামে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার৫

১৮ মে, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার৫
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলকায় বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মে) তাদের গ্রেপ্তার করা হয়। ভিকটিমের বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ৫ জন হলেন- মো. সোহেল (২২), মো. শফিকুল ইসলাম (২২), মো. জসিম উদ্দিন (৩৩), সাদেক (১৮), ইসহাক মিয়া (১৮)।

পুলিশ জানায়, ভিকটিম তামান্না (ছদ্মনাম) একজন বুদ্ধিপ্রতিবন্ধী। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন স্টারশিপ ফ্যাক্টির এলাকায় তামান্নকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত পাঁচ যুবক। এসময় একজন ট্রাকচালক ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তামান্নাকে উদ্ধার করে বায়েজিদ থানা পুলিশের একটি দল। পরে তামান্নার বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ৯৯৯-এ কল পেয়ে ভিকটিমকে দ্রুত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার