Top
সর্বশেষ

স্ত্রীর মৃত্যুর খবর জেনে প্রাণ হারালেন স্বামী

১৪ জানুয়ারি, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
স্ত্রীর মৃত্যুর খবর জেনে প্রাণ হারালেন স্বামী

স্ত্রীর মৃত্যুর খবর শুনে সহ্য করতে না পেরে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল আটটার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফার বাড়ি গলাচিপা উপজেলার আমখোলার বাশবুনিয়া এলাকায়। তিনি পটুয়াখালী সদর উপজেলার ফজিলাতুন্নেছা পলিটেকনিক কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রীর নাম কলি বেগম।

স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজনরা হাসপাতালে ভিড় করেন। পরে তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে চলে যান।

গোলাম মোস্তফার মামাতো ভাই রাসেল হোসেন জানান, গত ৬ জানুয়ারি তার অন্তঃসত্ত্বা ভাবি কলি বেগমকে পটুয়াখালী শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের এক মেয়ে জন্ম নেয়। ওই ক্লিনিকে তিন দিন থাকার পর কলি ও নবজাতককে নিয়ে শহরের শান্তিবাগ এলাকার ভাড়া বাসায় যান গোলাম মোস্তফা।

বুধবার রাতে হঠাৎ কলি বেগমের খিঁচুনি শুরু হলে তাকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন গোলাম মোস্তফা। পরে চিকিৎসকের উল্লেখ করা ওষুধ আনতে ফার্মেসিতে যান। ফার্মেসি থেকে হাসপাতালের ওয়ার্ডে ফেরার পথে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় স্ত্রীর মৃত্যুর খবর শুনতে পেয়ে তিনি সেখানেই পড়ে যান।

পরে আশপাশের লোকজন তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক লোকমান হাকিম পরীক্ষা করে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি (গোলাম মোস্তফা) মারা গেছেন।

ওই দম্পতিকে তাদের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান রাসেল।

শেয়ার