Top
সর্বশেষ

অপারেশন করতে প্রয়োজন আড়াই লাখ টাকা, সাহায্যের আবেদন 

১৯ মে, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
অপারেশন করতে প্রয়োজন আড়াই লাখ টাকা, সাহায্যের আবেদন 
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  :
 কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের মোঃ লিয়াকত আলী (৫৫) এর অগ্ন্যাশয়ের পাথর অপারেশনের জন্য আড়াই লাখ টাকার প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
জানা গেছে, থেতরাই ইউনিয়নের নয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলি ৫ সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বড় ছেলে মাসুদ রানা (৩০) বাকপ্রতিবন্ধী এবং ছোট ছেলে মাদ্রাসায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।পরিবারটির একমাত্র আয়ের উৎস পানের দোকান।লিয়াকত আলী দীর্ঘদিন ধরে পাকস্থলীর রোগে ভুগছিলেন।ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর তার অগ্ন্যাশয়ের পাথর ধরা পরে।এজন্য তার অপারেশন করতে হবে।প্রয়োজন আড়াই লাখ টাকা। এমতাবস্থায় পরিবারের হাল ধরেছেন ছোট ছেলে মাসুদ। তারা জানান,ইতোমধ্যেই ডাক্তার দেখাতে গিয়ে সর্বস্ব হারিয়েছেন। তার বাড়িভিটা ২ শতাংশ  ছাড়া আর কিছুই নেই। তার গরু-ছাগল ও দোকানের অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় করে  তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি হয়ে পড়েছে অসহায়।এমতাবস্থায় পরিবারটি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।
তার শ্যালক ওবাইদুল ইসলাম বলেন,  বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পর তার অগ্ন্যাশয় এর পাথর (প্যানক্রিয়াটিকস্ পাথর) ধরা পরে।রংপুর সেবা প্যাথলজিক্যাল সেন্টারের ডাক্তার মামুনুর রশীদের তত্ত্বাবধানে পরীক্ষা করে পাথর (৫ মিলি ও ৬ মিলি) ধরা পরে। পরবর্তীতে রিপোর্ট দেখে সার্জন সঞ্জয় কুমার রায় পরামর্শ দেন অপারেশন করার। ডাক্তার আক্কাস আলী সরকার  পরামর্শ দেন ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করার জন্য। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন হবে। আমার দুলাভাই খুবই অসহায়। আপনারা সাধ্যমত সাহায্য করে তার অপারেশনের ব্যবস্হা করে দিন। ইতোমধ্যে ফেতরা ও দানের টাকায় প্রতিদিন তাকে স্যালাইন দিতেছি।এজন্য প্রতিদিন ৫০০ টাকা লাগছে। তার দ্রুত অপারেশন করার দরকার।
অসুস্থ লিয়াকত আলী বলেন, আমি বাচপার চাই। আপনারা আমাকে বাঁচান। কিছু টাকা দিয়া সাহায্য করেন।অপারেশনের ব্যবস্হা করেন।
নারিকেল বাড়ী দাখিল  মাদ্রাসা সুপার রবিউল আউয়াল বলেন, বেচারা খুবই অসহায়। বাড়িভিটা ছাড়া কিছু নাই। প্রায় ১০ বছর আগে একবার অপারেশন করেছিলেন। নিঃস্ব হয়েছেন।তাকে সাহায্য করুন।থেতরাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অখিল বাবু সত্যতা নিশ্চিত করে বলেন আমরা সাধ্যমত সহায়তা করেছি।
কেউ তাকে সহায়তা করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন – কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নয়ঘরিয়া গ্রামের জামে মসজিদ সংলগ্ন তার নিজ বাড়িতে। অথবা তার ব্যক্তিগত অনলাইন ব্যাংকিং নাম্বারে
 01964723734 (b-kash)
01957430986 (nagad)
এছাড়াও যোগাযোগ করতে পারেন তার শ্যালক মোঃ ওবাইদুল ইসলামের সাথে। তার মোবাইল নাম্বর 01922227148
শেয়ার