Top
সর্বশেষ

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা

২১ মে, ২০২২ ১:৫০ অপরাহ্ণ
কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলায় শনিবার(২১মে) ভোরে ঘন্টা ব্যাপী  কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লণ্ডভণ্ড হয়ে গছে।  সেইসাথে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় দির্ঘ পাঁচ ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিলো।
জেলার আলমডাঙ্গা উপজেলা সহ বিভিন্ন স্থানে শতশত গাছ পালা ভেঙে গেছে। বাড়ি ঘর ভেঙে গেছে। অনেকে নাথা গোঁজার শেষ সম্বলটুকুও হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।
কাল বৈশাখী ঝড়ের কারণে জেলার বিভিন্ন সড়কের পাশে শত বছরের অসংখ্যা গাছসহ শতশত গাছাপালা উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে কয়েকশ কাঁচা ও আধা পাকা বাড়ি ঘর ও টিনের ছাউনি। জেলার অনেক স্থানে বড় বড় গাছ ভঙে সড়ক যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়া জেলার চারটি উপজেলাতে বিদ্যুত ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্ধ হয়েছে ইন্টারনেট ব্যবস্থা। একই সাথে চারটি উপজেলার বিস্তীর্ণ জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শেয়ার