Top

সাতক্ষীরায় রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তী পালন

২১ মে, ২০২২ ১:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তী পালন
সাতক্ষীরা প্রতিনিধি: :
 জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সাতক্ষীরা শাখার আয়োজনে বিশ্বকবি রবী›ন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জেলার তালা উপজেলার পাটকেলঘাটাস্থ প্রধান কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০মে)বিকালে   জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশীষ দাশের উপস্থাপনায় জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। মুখ্য আলোচক ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর আব্দুল হামিদ।

বিশেষ অলোচক ছিলেন সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যাপক কবি মোস্তাক আহমেদ (কবি শুভ্র আহমেদ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, পুলক কুমার পাল, জুনায়েদ আকবর, কবি তপন পাল ও বিধান চন্দ্র দাশ প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খুলনা বেতার শিল্পী শংকর কুমার দে, গোবিন্দ ঘোষ, উৎপল সাধু, তুলিকা ঘোষ, অন্বেষা মিত্র, অপূর্ব পাল ও পরেশ পাল।

এছাড়া নৃত্য পরিবেশন করেন উষশী মজুমদার, ইতি ঘোষ, তিথি ঘোষ, জবা এবং কবিতা আবৃত্তি করেন নারায়ণ সাধু ও শ্রাবনী সাধু।

শেয়ার