Top

সালথায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২১ মে, ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
সালথায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ মে) বিকাল ৪ টায় সালথা সরকারি মডেল উচ্চ-বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় আটঘর ইউনিয়ন ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে রামকান্তুপুর ইউনিয়ন ফুটবল দল। খেলাটি হাজারও দর্শক উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন- অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাসলিমা আকতারের সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আ.লীগের অর্থ-পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মো. শফি উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন প্রমুখ।

শেয়ার