Top
সর্বশেষ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

২২ মে, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডোবার পানিতে ডুবে আব্দুল্ল্যা (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪ টায়  উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের প্রাণকৃষ্ণ গ্রামে এই দুঘর্টনা ঘটে। সে ঐ এলাকার আশরাফুল ইসলামের ছেলে । 
ঐ এলাকার ইউপি সদস্য আজগার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মা রোকেয়া বেগম বাড়ী থেকে ৩শ গজ দূরে ভদের বাজার সংলগ্ন চাতড়া ব্রীজের উপর বোরো ধান শুকাতে ব্যস্ত থাকায় শিশুটি তার মায়ের অজান্তে ডোবার পানিতে পড়ে যায়। পরে শিশুটির মা তার কোলের সন্তানকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে মুহুর্তের মধ্যে এলাকাবাসী ও স্বজনরা এসে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
শেয়ার