Top

ফরিদপুরে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

২৩ মে, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে ৩ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলায় আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে । এসময় প্রায় দুই হাজার কেন্দ্রের মাধ্যমে ৩ লক্ষ  ২০ হাজার ৯৩২ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল।

সোমবার এই বিষয়ে জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়। বেলা ১১ টায় ফরিদপুর জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান।

সিভিল সার্জন জানান, এবার ৬ থেকে ১১ মাস বয়ষী ৪৩,৪৬০ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়ষী ২,৭৭,৪৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল, মোট ৩,২০,৯৩২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ওই সময়ে যদি বাইরের জেলা থেকে এই জেলায় কোন শিশু আসে তাদেরও এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে পুরো জেলায় ১৯৯০ টি কেন্দ্রে ৯২৩ জন মাঠ কর্মী কাজ করবে। এছাড়াও ৬৪ জন ২য় সারির সুপারভাইজার, ২৮৬ জন ১ম সারির সুপারভাইজার সহ জেলা পর্যায়ের ৯টি তদারকি টিম কাজ করবে।

শেয়ার