Top

বরিশালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

২৪ মে, ২০২২ ১:১০ অপরাহ্ণ
বরিশালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
 বরিশাল  প্রতিনিধি :
বরিশালে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক দম্পতির স্ত্রী নিহত হয়েছেন এবং স্বামী গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৪ মে) সকালে ৭ টায় বরিশাল-গোপালগঞ্জ মহাড়কের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী বাবনউদ্দিন তালুকদার নেসারিয়া এতিমখানার সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, সড়ক দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মে‌ডিকেল কলেজের মর্গে প্রেরণ করেছে। পাশাপাশি তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, ভ্যান চালক দম্পত্তি ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাওয়ার সময় ভ্যানের পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক দম্পত্তির স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত রওশন বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার স্বামী ভ্যান চালক মান্নান সরদারকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, সকাল বেলা রাস্তা ফাঁকা থাকায় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।
শেয়ার