লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বাক্ষর জাল করার অপরাধে এক ব্যক্তি কে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করেছে।
সোমবার (২৩ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো.আজগর আলী।
ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনের কাগজ পত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মো. আলতাফ শেখ এর ছেলে মো. খসরুজ্জামান শেখ (৪০) কে ভ্রামমাণ আদালতে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজগার আলী সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান এর সাক্ষর নকল করে বিভিন্ন ধারনের অবৈধ কাজ করার দায়ে আসামী কে জেল জরিমানা করা হয়েছে। আমাদের এ ধারনের অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।