Top
সর্বশেষ

শিশুকে বলাৎকারের ঘটনায় যুবক গ্রেফতার

২৪ মে, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
শিশুকে বলাৎকারের ঘটনায় যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক এতিম শিশুকে (৭) বলৎকারের ঘটনায় একজনকে গ্ৰেপ্তার করেছে নাচোল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাত তিনটার দিকে শরীয়তপুর জেলার পালং থানা থেকে তাকে গ্ৰেপ্তার করে। গ্রেফতারকৃত ব্যক্তি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সালালপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাতুল (২০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারস্থ ঘাট সংলগ্ন মসিদুল হকের বন্ধ মেডিকেলের ১ম তলার উত্তর-পশ্চিম পাশের সিড়ির সামনের মেঝেতে বলাৎকারের শিকার এতিম শিশুকে নিয়ে যায়। তারপর তার প্যান্ট খুলে পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার ওইদিন অভিযুক্ত রাতুল বলাৎকারের শিকার ওই শিশুকে ২০টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বলৎকার করে। ফলে পায়ুপথ দিয়ে রক্ত বের হলে এতিম শিশুটি চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, এতিম শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রাতুলকে গ্ৰেপ্তার করা হয়েছে। গতকাল তাকে শরীয়তপুর জেলার পালং থানাধীন এলাকা থেকে গ্ৰেপ্তার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার