Top

ময়মনসিংহে  বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু

২৪ মে, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
ময়মনসিংহে  বিদ্যুৎস্পৃষ্ঠে স্কুল ছাত্রের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে উসমান খা (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলার বওলা ইউনিয়নের কোকাইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত উসমান খা ওই এলাকার করিম খা’র ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই স্কুল ছাত্র সকাল ১১ টার দিকে বাড়ির পাশে পুকুরে একা গোসল করতে যায়। পুকুরে পানি দেয়ার জন্য ঘাটে থাকা সেচ পাম্পের ঝুলন্ত বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় মরদেহ দাফন কাফনের অনুমতি দেয়া হয়েছে।
শেয়ার