Top

রফিকুল হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

২৫ মে, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
রফিকুল হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে প্রেমের বিয়ের ঘটনার জের ধরে মেয়ের বাবা রাজমিস্ত্রী রফিকুল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসি। গতকাল বুধবার দুপুরে নিহতের বাড়ি মাসকান্দা দক্ষিণপাড়া এলাকা থেকে শতাধিক মানুষ সহকারে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করে তারা। এসময় তারা রফিকুলের হত্যাকারিদের ফাঁসির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী জেলেখা খাতুন, বড় ভাই শহিদ মিয়া, কন্যা তসলিমা আক্তার, তসলিমার স্বামী উসমানসহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসি।

উল্লেখ্য, গত রমজান মাসে নিহত রফিকুলের মেয়ে একই এলাকার রানু বেগমের ছেলে উসমানকে প্রেম করে বিয়ে করে। উসমানের পরিবার বিয়েটি মেনে না নেয়ায় দুই পরিবারের সাথে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত রোববার সন্ধ্যায় উসমানের মা রানু বেগম এবং তার দুই ভাই আনিসুর ও সাদ্দাম মিলে রফিকুলকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ মামলার চার আসামীকে গ্রেপ্তার করেছে। গত ২৩ মে নিহত রফিকের ভাই বাদল বাদি হয়ে ছেলের রানু বেগমসহ চার জনকে আসামী করে কতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামী সাদ্দাম ও আনিসুর এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অন্য দুই আসামীকে জিজ্ঞাসাবাদের আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

শেয়ার