Top

ময়মনসিংহে নারীর ঘাড় ভাঙ্গা মরদেহ উদ্ধার

২৬ মে, ২০২২ ১:০০ অপরাহ্ণ
ময়মনসিংহে নারীর ঘাড় ভাঙ্গা মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকা পৌর শহরের খিরু নদীর পাড়ে একটি গর্ত থেকে অজ্ঞাত নারীর (১৮) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

২৫ মে (বুধবার) সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের খারুয়ালী সালাম মার্কেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকেলে এলাকার লোকজন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সালাম মার্কেট এলাকায় খিরু নদীর পাড়ে একটি গর্তে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উপুর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সন্ধ্যায় মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির ঘাড় ভাঙ্গা ছিল। তাছাড়াও শরীরের একাধিকস্থানে আঘাতের চিহ্ন ছিল। মুখ রক্তাক্ত অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা অন্যত্র হত্যা করে মরদেহটি এখানে ফেলে রাখে। তার পরিচয় শনাক্ত ও হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করতে চেষ্টা চলছে।

শেয়ার