Top
সর্বশেষ

আনোয়ারায় ঔষধ কোম্পানীর গাড়ি চাপায়  শিশু নিহত

২৬ মে, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ
আনোয়ারায় ঔষধ কোম্পানীর গাড়ি চাপায়  শিশু নিহত
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি  :
চট্টগ্রামের আনোয়ারায় ঔষধ কোম্পানীর গাড়ির চাপায়  দিপংকর কুমার নাথ (১১) নামে এক শিশু নিহত হয়েছে। 
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলার (পিএবি) সড়কের কালাবিবির দিঘির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত শিশুটির বাড়ী পটিয়া উপজেলার মালিয়াপাড়া গ্রামের  সুমন নাথের ছেলে। সে চাতরী গ্রামে খালার বাড়ীতে এসে দুর্ঘটনার শিকার হয়।
আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উপমা বলেন, সকাল এগারোটার সময় সড়ক দূর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
এবিষয়ে থানার এএসআই মংছাই মার্মা বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করা হয়েছে এবং এসময় ঔষধ কোম্পানি (স্কোয়ার) গাড়িটি জব্দ করা হয়।
শেয়ার