Top
সর্বশেষ

নড়বড়ে সাঁকো দিয়ে কলেজ যেতে ভয় হয়

২৬ মে, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ
নড়বড়ে সাঁকো দিয়ে কলেজ যেতে ভয় হয়
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

‘ভাঙা নড়বড়ে কাঠের ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন কলেজ যেতে হয়, এই সাঁকো পাড় হতে আমার ভয় হয়। কখন জানি ভেঙে পড়ে’। ‘হালকা বৃষ্টি আসলে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে থাকে যার কারণে কলেজ যেতে খুব কষ্ঠ হয়’। এমন দূর্ভোগের কথা গুলো তুলে ধরে রাস্তাসহ একটি ব্রীজ নির্মাণের দাবী জানিয়েছেন কলেজ শিক্ষার্থী আতিকা খাতুন।

সাঁকো পারাপার হতে প্রায়ই দূর্ঘটনা হয় বলে মাদরাসা শিক্ষার্থী আলম বলেন, কিছুদিন আগে আমার এক বন্ধু সাঁকো পাড় হতে গিয়ে
পানিতে পড়ে যায়। আর এই সাঁকো দিয়ে আমরা রোজ মাদরাসায় যাই কিন্তু সাঁকোর বিভিন্নখানে ভেঙে গেছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২০১৫ সালের বন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের ভোলারছড়া মাঠের পাড় এলাকার দুই গ্রামের চলাচলের একটি মাত্র রাস্তা ভেঙে গিয়ে কয়েক হাজার মানুষের চলাচলের বন্ধ হয়ে যায়। পরে দূর্ভোগ কমাতে স্থানীয় লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩০ মিটারের একটি কাঠের সাঁকো নির্মাণ করেন ঐ
ইউনিয়নের চেয়ারম্যান। এতে কিছুটা দূর্ভোগ কমলেও পরে এলাকা লোকজনের উদ্যোগে পাশেই আরো একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।

স্থানীয়রা বলছেন বর্তমানে ভাঙা সাঁকো দিয়ে চলাচল করা গেলেও বন্যা হলেই একদম বন্ধ হয়ে যায় যোগাযোগ। এদিকে ব্রীজ ও নতুন রাস্তার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। ‘বন্যার পানি আসলে আমাদের বিপদ হয়, ছেলে মেয়ে স্কুল কলেজ যেতে পারে না, হাটবাজার যাওয়া যায় না’ সামান্য বৃষ্টি হলে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে থাকে’ এমন অভিযোগ মাঠের পাড় এলাকার সুরাইয়া বেগমের।

স্থানীয় আমিনুল ইসলাম, মজনু মিয়া, মারুফাসহ বেশ কয়েক জনের অভিযোগ একই এবং তাদের দাবী একটি ব্রীজের। দূর্ভোগের কথা স্বীকার করে ইউপি মেম্বার মনসুর আলী বলেন, এখানে চলাচল করতে অনেক সমস্যা হয়। যদি এটা স্থানীয় প্রাশাসন বিষয়টি আমলে নিয়ে রাস্তা সহ একটি ব্রীজ করে দেন তাহলে এই দূর্ভোগ থেকে এখানকার মানুষ মুক্তি পাবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, সরেজমিন ঘুরে দূর্ভোগ লাঘবের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার