Top
সর্বশেষ

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে ছাত্রলীগের হামলা

২৬ মে, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে ছাত্রলীগের হামলা
নড়াইল প্রতিনিধি :
নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ জন আহত হয়েছে।
 বৃহস্পতিবার  (২৬মে)দুপুরে এ হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সূত্রে জানা গেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের প্রবীন নাগরিকদের হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহিদুর রহমান পলাশ, জেলা কৃষক দলের আহ্বায়ক নবের হোসেন, সদস্য সচিব এনামুল কবীর চন্দন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাঈম বাবুসহ দলীয় নেতৃবৃন্দ অবস্থান করছিলেন।
দুপুর একটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মিরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে দুই দফায় হামলা করে বলে অভিযোগ উঠে। এই সময় ইট-পাটকেল ও লাঠির আঘাতে এসময় ঘরের জানালার কাচ ভেঙ্গে যায়।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র জুলফিকার আলীর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে  জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধান অভিযোগ অস্বীকার করে  বলেন, বিএনপির সন্ত্রাসী-নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ জনগন রুখে দাড়িয়েছে মাত্র।
শেয়ার