“মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্যকেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডাঃ নুর ফারিহা আইরিন, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ আসিফ জাহান পিয়াস খান, ডাঃ নুর আক্তার মিতালী, ডাঃ মোস্তাসিম তাহমিদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, নার্স, মিডওয়াইফ সহ কর্মকর্তা কর্মচারীগণ।