Top
সর্বশেষ
সুরের ভোল্টে অভিযানে এসে পেছনের দরজা দিয়ে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেন দুদক কর্মকর্তারা ২৫ দিনে দেশে এলো ২০ হাজার কোটি টাকার প্রবাসী আয় ব্যাংক থেকে ১৭ বিলিয়ন ডলার লুট হাসিনা ঘনিষ্ঠদের, তদন্তে অডিটর নিয়োগ ন্যাশনাল ব্যাংকের এমডি ও ডিএমডির পদত্যাগ বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব আ.লীগকে উৎসাহিত করবে: আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান ইবনে সিনার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ গাজায় প্রচণ্ড ঠান্ডায় ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা স্থগিত `জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের হামলা, সমন্বয়কসহ আহত ৫

ছাড়পত্র পেল বাপ্পী-অপুর ‘প্রিয় কমলা’

১৬ জানুয়ারি, ২০২১ ২:১২ অপরাহ্ণ
ছাড়পত্র পেল বাপ্পী-অপুর ‘প্রিয় কমলা’
বিনোদন ডেস্ক :

বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’ ছাড়পত্র পেয়েছে। মুক্তিযুদ্ধকালে পাড়াগাঁয়ের এক প্রেমিক জুটির গল্প ফুটে উঠবে এ সিনেমায়।

শাহরিয়ার নাজিম জয় নির্মিত সিনেমাটি গত বিজয় দিবসকে সামনে রেখে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ১৩ ডিসেম্বর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখে কিছু সংশোধনী সাপেক্ষে আবার জমা দিতে বলেন। পরবর্তীতে নতুন করে সিনেমাটি জমা দেন জয়। এবার সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে বোর্ড।

সেন্সর বোর্ড সদস্য, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা আগেরবার সিনেমাটি দেখে কিছু সংশোধনী দিয়েছিলাম। পরিচালক আমাদের সংশোধনী মেনে সিনেমাটি জমা দেন। এবার আমরা সেন্সর ছাড়পত্র দিতে সম্মত হয়েছি।

‘প্রিয় কমলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহরিয়ার নাজিম জয়।

গল্প সম্পর্কে জয় বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি। ’

শেয়ার