Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

দিনাজপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন হুইপ রহিম

২৯ মে, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
দিনাজপুরে রাস্তার কাজের উদ্বোধন করলেন হুইপ রহিম
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে পৌরসভাধীন সদর হাসপাতাল মোড় হতে পাওয়ার স্টেশন পর্যন্ত রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ মে) প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর পৌরসভাধীন সদর হাসপাতাল মোড় হতে রোগমুক্তি ক্লিনিক হয়ে এলিন মটরস পর্যন্ত রাস্তা নির্মান, সদর চুড়িপট্টি অগ্রণী ব্যাংক মোড় হতে চেম্বার অব কমার্স হয়ে থানার পিছনের কোন পর্যন্ত, নিমতলা মোড় হতে চুড়িপট্টি অগ্রণী ব্যাংক হয়ে চারুবাবুর মোড় ও উপশহর জনতা ক্লিনিক হতে ৩নং বাজার হয়ে পাওয়ার স্টেশন পর্যন্ত রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি)‌‌।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর পৌরসভার সকল উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রেখেছেন । পৌরবাসীকে যেন দুর্ভোগে না পড়তে হয় সেজন্য আমি নিজেই পৌরসভার সকল উন্নয়ন কাজের তদারকি করছি। পৌরসভার উন্নয়ন হলে নাগরিকদের সুযোগ সুবিধবা আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জীবন নিশ্চিত করতে ডেল্টা প্লান বাস্তবায়ন করছে । শেখ হাসিনা মুখে নয়, কাজে বিশ্বাসী। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে আরেকটি মাইলফলক স্পর্শ করবে শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সকল মানুষের জন্য পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতু দেশের সকল নাগরিকের সম্পদ। আর এ সম্পদকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। কিন্তু আর যারা পদ্মা সেতু নিয়ে বিরোধিতা করেছিলেন তাদের জাতির কাছে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে উঠা উচিত।

তিনি আরোও বলেন, বিএনপি-জামাত এদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে পাত্তা না দিয়ে উন্নয়ন ও অগ্রগতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও দিনাজপুর পৌরসভার রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, বিদ্যুতসহ সকল ক্ষেত্রেই উন্নয়ন অব্যাহত থাকবে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দীন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ প্রমূখ।

এ ছাড়া দিনাজপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার