Top
সর্বশেষ

৫ হাজার পিস সরকারি ট্যাবলেটসহ আটক ১

৩০ মে, ২০২২ ২:১২ অপরাহ্ণ
৫ হাজার পিস সরকারি ট্যাবলেটসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সরকারি ওষুধ মজুত করে বিক্রির দায়ে একজনকে আটক করেছে র‍্যাব। রবিবার (২৯ মে) বিকেল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ৫২৯৭ পিস সরকারি বিভিন্ন ট্যাবলেট ও ১১ পিস ইনজেকশনসহ তাকে আটক করা হয়। র‍্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

আটক মো. ইসাহাক আলী (১৯) সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট এলাকার মো. একরামুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কানসাট বাজারের মেসার্স সুমন ফিলিং স্টেশনের পশ্চিম দিকের ভাই ভাই ফার্মেসী সংলগ্ন কাজলের নির্মানাধীন বিল্ডিংয়ের নীচে ফাঁকা জায়গায় হতে এসব সরকারি ওষুধসহ হাতেনাতে ইসাহাককে আটক করে। কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

র‍্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারী বিপুল পরিমাণ ঔষুধ মুজদ রেখে দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করত বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

শেয়ার