নীলফামারীর ডোমার উপজেলায় ছাব ঠিকাদার কর্তৃক শ্রমিকের মজুরির ১২ লক্ষ টাকা আত্মসাৎ, মজুরির টাকা না পেয়ে শ্রমিকরা সহপরিবারে মানবেতর জীবন-যাপন করেছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে, ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রায় ৪০ জন শ্রমিককে একই এলাকার ছাব ঠিকাদার নুর আমিন ও মফিজুল ইসলাম শ্রমিককে মোটা অংকের মজুরি দেওয়ার কথা বলে টাঙ্গাইল নাটিয়া পাড়া নাসির গ্রুপে নিয়ে যান।
সেখানে শ্রমিকদেরকে প্রায় ৫-৬ মাস ধরে কাজ করান ছাব ঠিকাদার। মূল ঠিকাদারের নিকট মজুরির ১২ লক্ষ টাকা উত্তলন করেন। এ টাকা শ্রমিকদেরকে না দিয়ে বিভিন্ন কৌশলে তাদের দ্বারা কাজ করাইতে থাকে। শ্রমিকরা তাদের মজুরির টাকা চাইলে বিভিন্ন হুমকি ধামকি ও নির্যাতন করে বাড়িতে পাঠাই দেন। শ্রমিকরা বাড়িতে চলে আসিলে ছাব ঠিকাদারকে এলাকায় খুঁজে পাওয়া যায়না।
কিছুদিন পর ঐ ঠিকাদারকে এলাকায় পাইলে তাদের কাজের মজুরির টাকা চাইলে তালবাহানা শুরু করে এবং টাকা দেব বলে মাসের পর মাস দিনক্ষ্যাপন করে।
শ্রমিকদের পেটের ক্ষিদা সহ্য করতে না পেরে এবং ছাব ঠিকাদারের বিরুদ্ধে ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে বিচার দেয়। চেয়ারম্যান বিচার না করে ঐ ঠিকাদরের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে তিনিও ছাব ঠিকাদারের বিচার না করে তালবাহানা শুরু করে।
এতে শ্রমিকরাহতাশ হয়ে পড়ে। হঠাৎ শ্রমিকরা ছাব ঠিকাদারকে খুঁজে পেয়ে তাদের মজুরির টাকা চাওয়ায় শ্রমিক ইছাহাক আলীর পিতা তমিজার হোসেনকে বেধরক কিল, ঘুষি এবং মার-ডাং করে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার বোড়াগাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ডাঃ তাদের অবস্থা আশঙ্খাজনক দেখে রংপুর মেডিকেল হাসপাতালে রের্ফাট করেন।
এ ব্যপারে শ্রমিক আলতাফ,লিথুন,লিমন,মাসুম, নুরমোহাম্মদ, আলআমিন, আরিফ, গফুর ,আজিজুল, বাটুল সাথে কথা বললে, তারা জানান ছাব ঠিকাদারের কাছে টাকা চাইলে উল্টে আমাদেরকে মার ধর করেন। লুতফর নামের শ্রমিক জানান, মজুরির টাকা না পেয়ে শ্রমিকরা সহপরিবারে মানবেতর জীবন-যাপন করছে।
এ ব্যপারে পাঙ্গা মটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে কথা বললে, তিনি জানান, ছাব ঠিকাদার ও শ্রমিকদের সাথে একাধিক বার বিচার
করিয়াও কোন সুরাহ হয়নি। তবে আপোষ করার চেষ্টা চালাচ্ছি।