Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

নীলফামারীতে মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

৩০ মে, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
নীলফামারীতে মিথ্যা মামলা সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
এম.আবুল হোসেন শাহ্, নীলফামারী :

মিথ্যা ও ষঢ়যন্ত্রমূলক মামলার সুষ্ঠ তদন্তের দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলণ করেছে বিনোদন স্পট “বাগান বাড়ি” কতৃপক্ষ।

সোমবার দুপুরে জেলা শহর সংলগ্ন দরবেশপাড়া “বাগান বাড়ি”র ভেতর এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগান বাড়ির মালিক মাহমুদ আরেফীন চৌধুরী নবাবের পক্ষে তার ছোট ভাই মাঈনুল আরেফিন চৌধুরী নিয়াজ।

মাঈনুল আরেফিন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, গত ৮ মে ফারহান শাহরিয়া সিয়ামসহ কিছু ছেলে আমাদের বাগান বাড়ি পার্কের প্রবেশ করে মেয়েদের উত্তক্ত করে। বিষয়টি সেখানকার কর্মচারীরা জানতে পারলে উত্তক্তকারী ছেলেদের মৌখিকভাবে সতর্ক করলে তাঁরা কর্মচারীদের উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। পরে বাগান বাড়ির নিরাপত্তা কর্মীরা এসে পার্ক থেকে সিয়ামসহ ওই ছেলেদের বের করে দেন।

সেখানে মারধরের কোন ঘটনা না ঘটলেও ঘটনার পরের দিন অর্থাৎ ৩০ ঘন্টারও বেশি সময় পর অন্যের প্ররোচণায় সিয়ামকে হাসপাতালে ভর্তি করে তার মা। এবং আরও একদিন পর সিয়ামকে মারধর করে গোবর খাওয়ানো হয়েছে বলে অভিযোগ করে বাগান বাড়ির মালিক মাহমুদ আরেফীন চৌধুরী নবাব এর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলা বাদী হয়েছেন আফিয়া আক্তার স্মৃতি। এবং পরবর্তী সময়ে কিছু সাংবাদিককে ভুল বুঝিয়ে সংবাদ পরিবেশন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি আরো দাবি করে বলেন, বাগান বাড়ির মালিক মাহমুদ আরেফীন চৌধুরী একজন তরুণ ও উদীয়মান ব্যবসায়ী। তাঁর পরিচালিত একাধীক ব্যবসা প্রতিষ্ঠানে অনেক কর্মহীন মানুষের
কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তার ব্যবসায়ীক সুনাম ক্ষুন্ন করতে একটি মহল ষঢ়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাটি দায়ের করা হয়েছে। ওই মামলাটি সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে তদন্ত করার জন্য সংশ্লিস্টদের প্রতি সুদৃষ্টি কামনা করছি।

 

শেয়ার