Top

নাচোলের কসবা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

৩০ মে, ২০২২ ৭:৫৩ অপরাহ্ণ
নাচোলের কসবা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে ইউনিয়ন পরিষদে বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব আব্দুল্লাহ আল মামুন। ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত বাজেটে অংশগ্রহণ করেন কসবা ইউনিয়নের বিভিন্ন স্তরের জনসাধারণ।

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন, ইউপি সচিব আব্দুল্লাহ আল মামুন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব।

এসময় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা বেলাল উদ্দিন, সমাজসেবক আলহাজ্ব মো. ফয়েজ উদ্দিন মন্ডল বাতাসু, নাচোল উপজেলা ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রজেক্ট অফিসার মোছা. লুবনা সারমিন, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মারুফ মোহন, সকল ইউপি সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, সকল শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে তাদের অভাব, অভিযোগ, চাহিদার প্রেক্ষিতে বাজেট ঘোষণা করা হয়েছে। প্রাধান্য দেয়া হয়েছে, আদিবাসী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, বরেন্দ্র অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থাকে। উল্লেখ্য, গত ২০২১-২২ অর্থবছরে কসবা ইউনিয়ন পরিষদের বাজেট ছিল ২ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা।

 

শেয়ার