দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অভিযান পরিচালনা করে মমতাজ ক্লিনিক সাময়িক বন্ধ এবং মমতাজসহ চার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার পাকেরহাটে অবস্থিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুলের নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
জানা যায় ,পাকেরহাট মমতাজ ক্লিনিক অনিবন্ধিত ও অব্যবস্থাপনায় পরিচালনা করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না করা পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা, সেফ ওরাল ডেন্টাল কেয়ারে লাইসেন্স নবায়ন ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় ২ হাজার টাকা জরিমানা, মা ডায়াগনস্টিক সেন্টারে নিবন্ধনের কাগজপত্রে ত্রুটি ও টেকনোলজিস্ট এর কাগজ দেখাতে না পারায় ৪ হাজার টাকা জরিমানা এবং লাইফ কেয়ার ক্লিনিকে পরিবেশের ছাড়পত্র ও ভ্যাট-ট্যাক্স এর কাগজপত্রে ত্রুটি এবং বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তবে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান বলেন,অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।