রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকালে জেলা প্রশাসকের অম্রকানন চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে র্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাঈন উদ্দীন চৌধুরী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এটি এম মোস্তফা মিঠু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো জহুরুল হক উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ীতে তামাকমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সাথে নিয়ে কাজ করা হবে। আমি চাই দেশের মধ্যে রাজবাড়ী তামাকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে।