Top

উলিপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

৩১ মে, ২০২২ ৮:০০ অপরাহ্ণ
উলিপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  :
“দ্রব্য মূল্যের দাম কমাও জান বাঁচাও” স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ মে) বিকেল সাড়ে ৫টায় উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুর উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির উদ্যোগে তেল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড আকতারুজ্জামান রাজু, সহ-সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুভ্রতা রায়, জেলা কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিত্যপন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সকল নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানোর জোর দাবী জানান।
শেয়ার