Top

সমাজকর্মীর মৃত্যুর ঘটনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন

০১ জুন, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
সমাজকর্মীর মৃত্যুর ঘটনায় সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলার আবেদন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজসেবা কার্যালয়ে সমাজকর্মীট রহস্যজনক মৃত্যুর ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন নিহতের বাবা। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ন কবীরের আদালতে মঙ্গলবার (৩১ মে) দুপুরে মামলার আবেদন করেন, নিহত ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেনের বাবা মো. শামসুদ্দীন। মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন মো. শামসুদ্দীন।

মামলায় প্রধান আসামী করা হয়েছে নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবকে। অন্য আসামীরা হলেন, উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী মো. মানিক, নাচোলের ঘিওন এলাকার মো. আমির হোসেনের ছেলে মো. মিঠুন ও প্রফেসরপাড়া মহল্লার মো. সেন্টুর ছেলে সাদিকুল ইসলাম। এছাড়াও মামলার আবেদনে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫-৬ জনকে।

মামলার আবেদনে শামসুদ্দীন উল্লেখ করেছেন, নাচোল উপজেলা সমাজসেবা কার্যালয়ে দীর্ঘ ৯ বছর ধরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কাজ করতেন নিহত শামীম হোসেন। বিভিন্ন প্রকল্পের ভুয়া বিল-ভাউচার তৈরি করে না দেয়ায় তার ছেলে শামীম হোসেনের সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিবের ঝামেলা চলছিল। অফিস সময়ের বাইরেও তার ছেলেকে দিয়ে কাজ করানো হত। ঝামেলার জেরে শামীমকে হত্যার হুমকিও দেন ওই কর্মকর্তা। এনিয়ে বাড়িতে চাকুরি ছেড়ে দেয়ার কথাও বলেছিলেন শামিম।

নিহতের বাব শামসুদ্দিন বলেন, আমার ছেলের মরদেহ অফিস কক্ষের মেঝেতে লেগে ছিল। গলায় দড়ি দিয়ে মাজা সমান উচ্চতায় কিভাবে আত্মহত্যা করা যায়? সমাজসেবা কর্মকর্তা তার সাথে বিরোধের জেরে নিজের অপরাধ ঢাকতে আমার ছেলেকে হত্যা করার পর গলায় দড়ি দিয়ে জানালার গ্রিলে ঝুলিয়ে রাখে। জানালার গ্রিলে কিভাবে সে আত্মহত্যা করে? এটা হত্যাকাণ্ড। অফিসের লোকজনই এটা করেছে। আমি এর বিচার চাই।

বাদীর আইনজীবী আব্দুর রহমান জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালতের বিচারক হুমায়ন কবীর মামলার আবেদন গ্রহণ করেছেন। বুধবার (০১ জুন) এবিষয়ে আদালত একটা সিদ্ধান্ত দিতে পারেন।

মামলার আবেদনের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব বলেন, মামলার আবেদনে নিহতের স্বজনরা যে অভিযোগ করেছেন, তারা এটা কেন বলছেন বুঝতে পারছি না। আমার অফিসের সব স্টাফের সঙ্গেই আমার খুব সুন্দর সম্পর্ক, নিহত শামীম সাহেবের সঙ্গেও একই রকম। কারও ওপর কোনসময় জোর করিনা। ভুয়া প্রকল্পের যে বিষয়টি বলা হয়েছে, সেটি কী করে হয়? আমার এখানে চলমান বড় কোনো প্রকল্পই নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের একটি প্রকল্পের শুধুমাত্র ডাটা এন্ট্রির কাজ শেষ হয়েছে।

নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি। প্রতিবেদনে তেমন কিছু পাওয়া গেলে অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৫ মে) রাত ১০টার দিকে নাচোল সমাজসেবা কার্যালয়ের অফিস কক্ষ থেকে ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার