রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এসময় তার স্বামী ও সন্তান গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুরের গংগাচড়া উপজেলার বড়াইবাড়ি কুটির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গংগাচড়া থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিথী গংগাচড়া উপজেলার পাইকান হাজিপাড়ার মাহমুদ হাসানের স্ত্রী স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে গংগাচড়া উপজেলার দিকে যাবার সময় বড়াইবাড়ি কুটির পাড়া এলাকায় আসলে মালবোঝাই ট্রাকটি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিথী মারা যায়।
গুরুতর অবস্থায় বিথীর স্বামী ও সন্তানকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করে পুলিশে দিয়েছে। নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।