দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ২ শতাধিক গরিব ও অসাহয় পরিবারে মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও এবি ফাউন্ডেশন এর যৌথ উদ্দেগ্যে ফ্যামলি ফুড প্যাকেট ও টিউবওয়েল বিতারন করা হয়েছে।
বুধবার (১ জুন) সকাল ১১ টায় চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ২ শতাধিক গরিব ও অসাহয় পরিবারের মাঝে ফ্যামলি ফুড প্যাকেট ও টিউবওয়েল বিতারন করা হয়।
এবি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোছাঃ আয়েশা সিদ্দিকা ।
প্রধান আলোচক দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চেয়ারম্যান জানাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সারা বাংলাদেশে ৩৪ জেলায় গরিব ও অসহায় মানুষদের সহযোগীতা করে আসছি তার ধারবাহিকতায় আজ চিরিরবন্দর উপজেলার গরিব ও অসাহায় পরিবারের মাঝে একশত পরিবারকে টিউবওয়েল ও একশত পরিবারকে ফ্যামলি ফুড প্যাকেট দেয়া হলো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিররবন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ বজলুর রশিদ, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেঃ মিজানুর রহমান প্রমুখ।