Top
সর্বশেষ
পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ৫ জনের মৃত্যু

উলিপুরে জমি অধিগ্রহণ ও ক্ষতিপুরণের দাবিতে সংবাদ সম্মেলন

০১ জুন, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
উলিপুরে জমি অধিগ্রহণ ও ক্ষতিপুরণের দাবিতে সংবাদ সম্মেলন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কর্তৃক জমির মালিকানা নির্ধারণ হওয়ার পরেও বুড়ি তিস্তার সাড়ে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ৫৬.২৪ হেক্টর ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের টাকা বিতরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ০১ জুন ২০২২ রোজ বুধবার সকাল ১১.৩০ এ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অপরিকল্পিত ভাবে বুড়িতিস্তা নামকরণের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন জমি খনন করার ফলে পৌরসভাধীন এলাকার প্রায় ১ হাজার ৫শ ক্ষতিগ্রস্ত পরিবার জমি অধিগ্রহণ ও ক্ষতিপুরণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।

গোলাম মোহাম্মদ সরওয়ারদির সার্বিক তত্ত্বাবধানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পেশ করেন জমির মালিকদের পক্ষে আব্দুল হাই সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯/২০ অর্থ বছরে ১৯ কিলোমিটার জায়গা পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কর্তৃক পূনখননের কাজ শুরু হয়। কিন্তু উক্ত জায়গায় সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ না করে অপরিকল্পিত ভাবে খনন কাজ করা হয়। ফলে আমাদের কৃষি ও বাণিজ্যিক জমির ব্যাপক ক্ষতি সাধন হয়। আমরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর কাছে অধিগ্রহণের দাবী জানিয়ে আসছি।

এতে কোনো সুরাহা না হওয়ায় মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি , যার নং ৭৬৯২/১৯। উক্ত পিটিশনের শুনানীতে উচ্চ আদালত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামকে ২ মাসের মধ্যে সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ করার জন্য ২২৯.২০ কোটি টাকা সংশোধিত প্রকল্প বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ শাখায় প্রেরণ করেন। কিন্ত দু:খের বিষয়, অদ্য বধি আমাদের জমি অধিগ্রহণ করা কিংবা আমাদের ক্ষতিপুরণ দেয়ার ব্যাপারে কারো কোনো উদ্যোগ দেখতে পারছি না। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ প্রধানমন্ত্রীর প্রতি সুদৃষ্টি আকর্ষণ পুর্বক আমাদের ন্যায্য পাওনা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।

শেয়ার