Top
সর্বশেষ

সিরাজগঞ্জে আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

০১ জুন, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী আশ্রয়ন প্রকল্প-২ এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিঃ আয়োজনে বুধবার দুপুরের দিকে এ কর্মস‚চি উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ওই আশ্রয়ণ প্রকল্পে-২ বৃক্ষরোপণ করা হলো। এ বৃক্ষ গুলো বড় হয়ে অনেক উপকারে আসবে। পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখতে সবাই ঐক্য হতে হবে এবং সকল ভালো কাজ একসাথে করে যেতে হবে। এজন্য সবার সহযোগীতা প্রয়োজন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী মহা-ব্যবস্থাপক (বিপণন বিভাগ) প্রকৌশলী মোঃ সাইদুল ইসলাম, উপ- মহা ব্যবস্থাপক (সার্ভিস) মো: সেরাজুল ইসলাম প্রমূখ। এ সময় স্থানীয় গন্যম্যা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার