Top
সর্বশেষ

সিঁধ কেটে গরু চুরি, দুই চোরকে আটক করে গরু উদ্বার করল ডিবি

০১ জুন, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
সিঁধ কেটে গরু চুরি, দুই চোরকে আটক করে গরু উদ্বার করল ডিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ির সিঁধ কেটে তিনটি গরু চুরির ৭২ ঘন্টার মধ্যে গরু উদ্বার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। এছাড়াও গরু চুরির ঘটনায় দুই আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, গোমস্তাপুর উপজেলার সাগরইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবর আলী (৪৮) ও শ্রীকান্দর গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে জামিরুল ইসলাম (৪২)। 
গত রবিবার (২৯ মে) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বরাইল গ্রামের শ্রী বলয় চাঁদের বসতবাড়ির বাহির দরজা ও ভেতর দরজায় সিঁধ কেটে তিনটি গরু চুরি হয়। এরমধ্যে দুইটি গাভী ও একটি ষাঁড় ছিল। গরু তিনটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা করা।
পুলিশ জানায়, গরু চুরির ঘটনায় পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশে তদন্ত শুরু করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশের একটি দল। পরে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামসুল আজমের নেতৃত্বে মঙ্গলবার (৩১ মে) ভোরে সন্দেহভাজন আটক বাবর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় চুরির সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বাবর আলী।
আটক বাবর আলীর দেয়া তথ্যে মঙ্গলবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে আটক করা হয় জামিরুল ইসলামকে। এসময় তার খামার থেকে চুরি হওয়া তিনটি গরু উদ্বার করে ডিবি পুলিশ। পরে আটককৃত দুই আসামীকে আদালতে হাজির করলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
শেয়ার