Top
সর্বশেষ

কুড়িগ্রামে পল্লী উন্নয়ন অফিসের ৯ লক্ষ টাকার হদিস মিলছে না

০২ জুন, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে পল্লী উন্নয়ন অফিসের ৯ লক্ষ টাকার হদিস মিলছে না
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের ৯ লক্ষ ১২ হাজার টাকার কোন হদিস মিলছে না। করোনাকালিন সময়ে প্রশিক্ষণের জন্য টাকাগুলো উত্তোলন করা হলেও পরে প্রশিক্ষণ স্তগিদ হওয়ার পর টাকাগুলোর কি গতি হয়েছে তা নিয়ে মুখ খুলছেন না কর্মকর্তারা। ফলে অর্থ আত্মসাতের অভিযোগের খড়গ কর্মকর্তাদের বিরুদ্ধেই যাচ্ছে।

জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফুলবাড়ী উপজেলা অফিসের জন্য ২০১৯-২০ অর্থ বছরে উদকনিক প্রকল্পের আওতায় ৪টি ব্যাচে ১১৯ জন প্রশিক্ষণার্থীদের জন্য ৩৬ লক্ষ ৪৮ হাজার টাকার বরাদ্দ আসে। পরিকল্পনা মতো ৩টি ব্যাচের প্রশিক্ষণ শেষ করা হয়। এরমধ্যে দেশ ব্যাপী করোনার প্রভাবের কারণে একটি ব্যাচের প্রশিক্ষণ স্তগিত করা হয়। কিন্তু ওই ব্যাচের জন্য অগ্রণী ব্যাংকের ৩৩৮৮০০০৫ হিসাব নম্বর থেকে ৯ লাখ ১২ হাজার টাকা যৌথ স্বাক্ষরে উত্তোলন করেন তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামছুল হুদা এবং বর্তমান হিসাব রক্ষক ফিরোজ আহম্মেদ। কিছুদিন পর বদলীজনিত কারণে সামছুল হুদা অন্যত্র চলে
যান। কিন্তু সরকারি কোষাগারে ৯লক্ষ ১২ হাজার টাকা আর জমা পরেনি। ফলে ওই টাকার কি গতি হয়েছে তা নিয়ে স্পষ্টভাবে মুখ খুলছে কেউই।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন অফিসের হিসাবরক্ষক ফিরোজ আহম্মেদ জানান, করোনার কারণে প্রশিক্ষণ স্তগিত হওয়ায় পুরো টাকা প্রকল্প পরিচালক (পিডি) রফিকুল ইসলাম স্যারকে দেয়া হয়েছে। তার স্বপক্ষে কোন তথ্য প্রমাণাদি রাখা হয়নি বলে তিনি স্বীকার করেন।

তৎকালীন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামছুল হুদা জানান, ব্যাংক থেকে টাকা উত্তোলন করে অফিসের সকল কর্মচারীদের উপস্থিতিতে সমুদয় টাকা হিসাবরক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আমি বদলী হয়ে চলে আসায় পরে কি হয়েছে তা আমার জানা নেই।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা. উম্মে কুলছুম জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নাই।

এ প্রসঙ্গে উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ (উদকনিক) প্রকল্পের পরিচালক (পিডি) মো. রফিকুল ইসলাম জানান, হাতে হাতে টাকা নেয়ার কোন ঘটনা ঘটেনি। বিষয়টি জানলাম। অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

শেয়ার