Top

সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের ভাঙ্গন ঠেকাতে ৪৯ কোটি টাকার প্রকল্প

০৩ জুন, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জের দক্ষিণাঞ্চলের ভাঙ্গন ঠেকাতে ৪৯ কোটি টাকার প্রকল্প
সিরাজগঞ্জ প্রতিনিধি :

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের ৫’শ মিটার যমুনার ভাঙ্গন কবলিত এলাকাকে আগামী এক সপ্তাহের মধ্যে ভাঙ্গন থেকে রক্ষা করা হবে। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথা বলেন। নদীর নাব্যতা ফেরাতে ও ভাঙ্গন ঠেকাতে সরকার জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, ভাঙ্গন কবলিত এলাকায় টেকশই বাঁধ নির্মাণে মাননিয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। যমুনার ভাঙ্গন থেকে চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলকে রক্ষায় ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামি বর্ষা মৌসুমের শেষে ওই প্রকল্পের আওতায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। পাশাপাশি যমুনার চর এলাকাকেও স্থায়ী বাঁধের আওতায় আনার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। এর আগে তিনি চৌহালী উপজেলার দক্ষিণাঞ্চলের চরছলিমাবাদ, মিটুয়ানী, ভুতের মোড় ও বিনানই গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শন কালে পানি উন্নয়ন বোর্ডের (বাউবো) অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান প্রকৌশলী (কেন্দ্রীয় অঞ্চল) আব্দুল মতিন সরকার, বগুড়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) সার্কেলের তত্ত¡াবোবধায়ক প্রকৌশলী শাহজাহান সিরাজ, সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার উপস্থিত ছিলেন।

শেয়ার