Top
সর্বশেষ

মীরসরাইয়ে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই

০৩ জুন, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
মীরসরাইয়ে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেই
মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :

মীরসরাইয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অনুমোদহীন প্রাই‌ভটে ক্লিনিক ও ডয়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধভাবে গড়ে ওঠা এসব অনুমোদহীন প্রাই‌ভটে ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলো ৭২ ঘণ্টা সময় বেধে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়া হলেও মীরসরাইয়ে এখনও পর্যন্ত এই বিষয়ে কোন অভিযান হয়নি।

এসব অনুমোদনহীন প্রাই‌ভটে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিনিয়ত অসুস্থ ব্যক্তিদের শরীররে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষ করা হয়। অনেক সময় অসুস্থ ব্যাক্তির শরীররে বিভিন্ন ধরনরে পরীক্ষার রিপোর্ট মনগড়া ও ভুল বলে অভিযোগ পাওয়া যায়। ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার ও ল্যাবে পরিক্ষার ভুল রিপোর্টের কারনে অসুস্থ ব্যাক্তির রিপোর্ট দেওয়ার পর চিকিৎসকদেও রিপোর্ট দেখানোর পর দেওয়া ঔষধ সেবন করে মৃত্যুবরন করার ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর অবৈধভাবে গড়ে উঠা ডায়গনেষ্টিক সেন্টার ও প্রাইভট ক্লিনিক গুলো বন্ধ করার নির্দেশ দিলে ও মীরসরাইয়ে অভিযানের কোন ছোঁয়া লাগেনি।

মীরসরাই প্রাইভেট হাসপাতাল এ‌েসাসিয়শেনরে সাধারণ সম্পাদক ও কমফোর্ট হাসপাতা‌লরে প‌রচিালক নিজাম উদ্দিন ব‌লনে, মীরসরাইয়ে ৩৩টি ক্লি‌িনক ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টার আছে। ত‌বে উপজেলার বেশ কিছু ক্লি‌নিকের কিছু সমস্য আছে। আমরা প্রতি ৩ মাসে সমন্বয় সভা করা হয়। সভায় আ‌মরা সকল হাসপাতাল মালিকদের‌কে সচেতন করার চেষ্টা করি।

এ ব্যাপারে মীরসরাই উপজলো স্বাস্থ্য র্কমর্কতা, ডা: মিনহাজর উদ্দির দপ্তররে গেলে উনাকে পাওয়া যায় নি। পরর্বতীতে উনার ফোনে একাধকিবার ফোন দিলেও উনাকে পাওয়া যাইনি।

মীরসরাই উপজলো নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলনে, উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স এর সাথে সমন্বয় করে অনুমোদনহীন প্রাই‌ভটে ক্লি‌িনক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে শীঘ্রই অভিযান চলানো হবে।

শেয়ার