Top

ময়মনসিংহে চা দোকানীর মরদেহ উদ্ধার

০৫ জুন, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
ময়মনসিংহে চা দোকানীর মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ের একটি গর্ত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম খলিলুর রহমান (৪৫)। সে মহানগরীর চরঈশ্বরদিয়া পশ্চিমপাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে এবং পেশায় একজন চা দোকানি। রবিবার (৫ জুন) দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদের কাঁচারী ঘাটের বিপরিত পাশের ইসকন মন্দির এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গতরাতে খলিল কাঁচারীঘাট এলাকায় চা’র দোকান করেছে। তবে, সে রাতে বাড়িতে ফিরেনি। পরে সকালের দিকে নদের ওপারে
ইসকন মন্দির এলাকায় মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানায়, নদীর ওপারে প্রায় জায়গাতেই গর্ত করে বালু তোলা হয়। বালু তোলার গর্তেে বৃষ্টির পানি জমা ছিল। সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে, শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখের উপরে আঘাতের একটি চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে।

শেয়ার