Top
সর্বশেষ

মসজিদের কমিটি ও ইমামকে নিয়ে দ্বন্দ্ব, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

০৫ জুন, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
মসজিদের কমিটি ও ইমামকে নিয়ে দ্বন্দ্ব, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি জামে মসজিদের কমিটি ও ইমামকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। শনিবার (০৪ জুন) দুপুরে বাঙালী-দিয়াড় নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় আহত হয় দুই গ্রুপের অন্তত ১২ জন। অভিযোগে দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
রোববার (০৫ জুন) দুপুরে আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড সদস্য মাইনুল ইসলাম (৪০), ০৭নং ওয়ার্ড সদস্য ওয়াহেদুল ইসলাম (৩৯) ও সাহারী বাটা গ্রামের মৃত মহিরুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম মাস্টার (৪৯)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম জামে মসজিদের কমিটি ও ইমামকে কেন্দ্র করে স্থানীয় বাঙালী-দিয়াড় গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার (০৪ মে) দুপুরে মারপিটে জড়িয়ে পড়ে বাঙালী ও দিয়াড় গ্রুপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্য মাইনুল, ওয়াহেদুল ও শফিকুলকে আটক করে।
শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ মুঠোফোনে জানান, দুই গ্রুপের মারামারির ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। সেই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার